ঝিনাইদহে স্কুল, কলেজ ভিত্তিক অভিনয় সংগীত ও নৃত্য কর্মশালা অনুষ্ঠিত News News Admin প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫ মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা ঝিনাইদহ জেলা প্রতিনিধি- ঝিনাইদহে স্কুল ও কলেজ ভিত্তিক অভিনয় সংগীত ও নৃত্য কর্মশালা শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ৪দিন ব্যাপী কর্মশালায় সমাপনী অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংকুর নাট্য একাডেমির সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও সনদ পত্র বিতরণ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝিনাইদহ জেলা বিএনপি’র সহ-সভাপতি, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও ঝিনাইদহ জেলা বাউল সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা। সেসময় উপস্থিত ছিলেন ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ্র, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, রাইচরণ তারিনিচরণ কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ আহমেদ। আলোচনা শেষে অভিনয় সংগীত ও নৃত্য কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ সনদপত্র বিতরণ করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও অংকুর নাট্য একাডেমি ঝিনাইদহের আয়োজনে ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মশালায় ২৪ জন ছাত্রী অংশ গ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন নৃত্য প্রশিক্ষক যশোরের হুসাইন তারেক, রেশমা খাতুন ও জারা আবেদীন। SHARES শিক্ষাঙ্গন বিষয়: