
বিপ্লব চৌধুরী ঃ গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বনভূমি রক্ষায় উচ্ছেদ অভিযানের পূর্বপ্রস্তুতি হিসেবে মাইকিং ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিট অফিস।
বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি বনভূমি দখল করে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণকারীদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগ। এ কার্যক্রমের অংশ হিসেবে এলাকাবাসীকে পূর্বেই সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, “সরকারি বনভূমি ধ্বংস করে যারা স্থাপনা নির্মাণ করেছে তাদের স্বেচ্ছায় বনের জমি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় দ্রুতই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনায়নের আওতায় ফিরিয়ে আনা হবে।”
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রা বিট অফিসের ফরেস্ট গার্ড এনামুল হক, আনোয়ার হোসেন, বনকর্মী মিনহাজ উদ্দিন, সোহাগ মিয়া, মকবুল হোসেন প্রমুখ।