জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল সদর উপজেলার মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামানের উপর হামলার প্রতিবাদে ও সকল আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) টাঙ্গাইল সদর উপজেলার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের টাঙ্গাইল সদর উপজেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামিম আল মামুন, জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, সদর উপজেলা শাখার সহ-সভাপতি আবুল কামাল আজাদ, শহীদুল ইসলাম, আব্দুল মান্নান সরকার, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা সম্পাদিক জেসমিন আক্তার প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন- গত (১ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার আনুহলা সিএনজি মোড়ে মসজিদের ইমাম মোবারক হোসেনের উপর স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে গুরত্বর আহত করে।
স্থানীয় লোকজন এগিয়ে না আসলেও মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান এগিয়ে আসেন।
পরে ইমামকে সিএনজিযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উদ্দেশ্য রউনা হয়।
পথিমধ্যে স্থানীয় সন্ত্রাসী সুবির সিএনজিরোধ করে আবারো ইমাম মোবারকে এলোপাথারি কোপাতে থাকে।
এ সময় শিক্ষক মনিরুজ্জামান মনির ফেরানোর চেষ্টা করলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
এ ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামীদের গ্রেপ্তার করা হয়নি।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকল আসামীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বিটিএ বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত