আনোয়ার হোসেন.নিজস্বপ্রতিনিধিঃ
যশোর নড়াইল-মহাসড়কের দারাজহাট এলাকা থেকে প্রায় ২ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর)বেলা ১১টা৩০মিঃ দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (বিজিবি) অভিযান চালিয়ে যশোর নড়াইল মহাসড়কের হাসান ফিলিং স্টেশন তেল পাম্পের সামনে থেকে তাকে আটক করে (বিজিবি) সদস্যগন।
এই সময় তার কোমর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৭ টি স্বর্ণের বার উদ্ধার করে (বিজিবি)। যাহার ওজন ১ কেজি ৯৩৪গ্র।মঃ বারগুলোর আনুমানিক বাজারদর মূল্য ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার ৮২৮ টাকা।
আটককৃত সঞ্জয় সরকার(৩৭) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ধূলজোড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার থেকে চোরাকারবারীদের কাছ হতে তিনি এই স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা সিমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে শিকার করেছ।
আটককৃত স্বর্ণ, একটি মোবাইল ফোন এবং নগদ ২,২৮৪ টাকাসহ মোট সিজার মূল্য ৩ কোটি ৮ লাখ ৫৪ হাজার ১১২ টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদকদব্রসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা আছে এবং অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই স্বর্ণের চালান জব্দ করা সম্ভব হয়েছে এবং সীমান্তে বিজিবির এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত