জহির আহাম্মেদ,
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ী, ফার্মেসি ও ক্লিনিক মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে নানা বিষয়ে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পার্কবাজার ও সাবালিয়া এলাকায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, পার্ক বাজারে অতিরিক্ত দামে ডিম বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এক ফার্মেসি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও শহরের সাবালিয়া এলাকায় আদর্শ ক্লিনিককে ১০ হাজার টাকা ও ল্যাবজোন হাসপাতাল এন্ড হরমোন সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়।
অপর দিকে, কাঁচা বাজারে সবজি ও কাঁচা মালামালের দাম সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
এই অভিযানে সহযোগীতা করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রশিদ ও টাঙ্গাইল ক্যাম্পের সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত