নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক -২

News News

Admin

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

 

হাসান আলী সোহেল,নাটোর প্রতিনিধি

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ বুধবার সকাল সকাল ছয়টার দিকে শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কসিম উদ্দিনের ছেলে সোহেল রানা এবং একই উপজেলার পারচোকা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আমিন উদ্দিন।

এ বিষয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল বিদেশি মদসহ বাসযাত্রী সোহেল রানা এবং ২শ’পিছ ইয়াবাসহ আমিনকে আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।