বিপ্লব চৌধুরীঃ গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দীন খান (৭০) আর নেই। তিনি গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ছয়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৫৫ সালে ড. নূর উদ্দীন খান ও মিকমাল আক্তার খানমের ঘরে জন্ম নেওয়া নাজিম উদ্দীন খান ছাত্রাবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান।
ব্যক্তি জীবনে তিনি ছিলেন চার কন্যার জনক। বড় মেয়ে ড. শাহরিন জাহান বিসিএস (লাইভস্টক) ক্যাডারে কর্মরত। দ্বিতীয় মেয়ে তানজিন জাহান তিথি বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন। তৃতীয় মেয়ে ড. সেমিম জাহান অর্থী এবং ছোট মেয়ে ফাবলিহা খান রাইদাহ্ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়নরত।
মৃত্যুকালে তিনি চার কন্যা, দুই নাতি, তিন নাতনি এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর বড় ভাই অ্যাডভোকেট শোয়েব উদ্দীন খানও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।
বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন খানের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মঙ্গলবার বাদ জোহর ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। এসময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত