টাঙ্গাইলে বিদ্যুৎ সরঞ্জাম চুরি: গ্রেফতার ২

News News

Admin

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

 

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ২টার দিকে ভারড়া ইউনিয়নের উলাডাব উত্তরপাড়া গ্রামের খেয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশের দল ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় চোরচক্রের কয়েকজন বিদ্যুতের সরঞ্জাম বিক্রির উদ্দেশ্যে নৌকায় তুলছিল। সেখান থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় দু’জনকে।

তাদের কাছ থেকে ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ১৭ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (২১) ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সিদ্দিক হোসেন (২১)।

এ ঘটনায় নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদী হয়ে ৭ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন (ধারা-৩৭৯)।

পরে রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা ঘটে ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

চক্রের অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।