কালাইয়ে বইমেলা, হস্তশিল্প ও সাংস্কৃতিক উৎসবের সমাপনি অনুষ্ঠান News News Admin প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫ মো:সুমন মন্ডল কালাই উপজেলা প্রতিনিধি জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে চার দিনব্যাপী বইমেলা, হস্তশিল্প ও সাংস্কৃতিক উৎসবের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা শেষ হয় রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫)। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজনচন্দ্র মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহ, কালাই উপজেলা জামায়াতের আমীর মুনসুর রহমান, কালাই ওমর কিন্ডারগার্টেনের পরিচালক ওমর আব্দুর আজিজ এবং কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেনও বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বই পড়লে জ্ঞানের বিকাশ ঘটে। শিশু-কিশোররা বইয়ের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। তারা জ্ঞানসমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। এবারের বইমেলা, হস্তশিল্প ও সাংস্কৃতিক উৎসব বাস্তবায়ন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সার্বিক সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আর মেলা আয়োজন সহযোগী হিসেবে অংশ নেয় MetLife Foundation। পুরো আয়োজনের দায়িত্বে ছিল কালাই উপজেলা প্রশাসন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। SHARES অপরাধ বিষয়: