শাহিন আহমেদ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় স্ত্রীকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আকিব হোসেন (৩২)। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে প্রবাস জীবন কাটিয়ে এক মাস আগে দেশে ফেরেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুরাতন চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির জানান, আকিবকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে প্রতিবেশী যুবক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া নিহতের স্ত্রী পুষ্পা আক্তারকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
পারিবারিক সূত্রে জানা যায়, আকিবের স্ত্রী প্রতিবেশী সাইফুলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানাজানি হলে একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা হয়, তবে তাতে ফল আসেনি। শনিবার রাতে সাইফুল আকিবের বাসায় আসেন। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই আকিবকে হত্যা করা হয়েছে। তাঁর মা দাবি করেন, আমার ছেলে বিদেশে থাকাকালীন স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। আমরা পরিবার থেকে বারবার বুঝিয়েছি, বৈঠকও হয়েছে। কিন্তু মেয়েটি শোধরায়নি। অবশেষে প্রেমিককে নিয়ে আমার ছেলেকে খুন করেছে। আমরা এই হত্যার কঠিন বিচার চাই।
আকিবের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, প্রবাসে থাকা অবস্থাতেই তিনি স্ত্রীর পরকীয়ার প্রমাণ পান। দেশে ফেরার পর বিষয়টি নিয়ে দাম্পত্য কলহ তীব্র হয়। শনিবার রাতে স্ত্রী নিজের প্রেমিককে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায়।
হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আকিবের দুই সন্তান রয়েছে ,একজনের বয়স ছয় বছর, অন্যজনের মাত্র তিন মাস। পুলিশ বলছে, আটক সাইফুল এবং পুষ্পা আক্তারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত