কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার News News Admin প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫ তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তারেক আহমদ (১৯) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ বড়লেখা উপজেলার উত্তর মুছেগুল গ্রামের মৃত লতিফ উদ্দিনের ছেলে। তারেক স্থানীয় একটি কলেজের ছাত্র। পরিবার সূত্রের বরাতে জানা যায়, দুপুরে তারেকের বড় বোন ঘরের ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। SHARES অপরাধ বিষয়: