আব্দুল্লাহ সরদার
ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলার "সর্বদলীয় সম্মিলিত কমিটি"। শনিবার (৬ ই সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ধানসিঁড়ি মিলনায়তনে আয়োজিত এক জরুরি সভা শেষে এ কর্মসূচির ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল রবিবার (৭ ই সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, ৮ ই সেপ্টেম্বর সোমবার হরতাল ও অবরোধের পাশাপাশি নির্বাচন কমিশন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, মঙ্গলবার ৯ ই সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল এবং বুধ ও বৃহস্পতিবার (১০-১১ ই সেপ্টেম্বর) হরতাল পালিত হবে।
পাশাপাশি চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জমায়েতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, যুব বিভাগের প্রধান মনজুরুল হক রাহাত। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দীপু, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাছির আলাপ, হাফিজুর রহমান, ফকির তারিকুল ইসলাম ও নাসির আহমেদ মালেকসহ সর্বদলীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। কিন্তু গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাবে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন রাখার প্রস্তাব দেয় নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি। এরই মধ্যে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পরিবর্তনের মাধ্যমে তিনটি আসন বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
এরই প্রতিবাদে নতুন এই কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত