শাহিন আহমেদ
চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার কিশোর সাইফুল ইসলাম (১৩)। দুজনকেই গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন আইয়ুব আলী। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। অপরদিকে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া সাইফুল ইসলামকে প্রথমে ২ নম্বর ওয়ার্ডে রাখা হলেও পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের মধ্যে হঠাৎ করে কয়েকজন অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে। পাশাপাশি নালার ওপর তৈরি করা অস্থায়ী কাঠের সেতু ভেঙে যাওয়ায় আরও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের একজন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিক্যাল টিম দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়। তারা জানান, ভিড় ও গরমের কারণে অনেকেই অচেতন হয়ে পড়েছিলেন। হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে দুজনকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার খবর নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মুরাদপুর এলাকা থেকে আনা দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও নয়জন চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত