মনোহরদী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ দুলাল আকন্দ মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, মনোহরদী উপজেলা কমিটি।
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে মনোহরদী উপজেলা কমিটির সভাপতি আল আমিন মিয়ার নেতৃত্বে সংগঠনের সদস্যরা নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় কমিটির পক্ষ থেকে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার রক্ষা এবং সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে আলোচনা হয়।
সভাপতি আল আমিন মিয়া আশা প্রকাশ করেন, নবাগত ওসি দুলাল আকন্দের নেতৃত্বে মনোহরদী থানায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং অপরাধ দমনসহ জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার হবে।
নবাগত ওসি দুলাল আকন্দও সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত