বাগাতিপাড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

News News

Admin

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

 

হাসান আলী সোহেল,নাটোর প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার মালঞ্চি বাজার রেলগেট পূর্ব পার্শে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বাজার ও উপজেলা পরিষদ চত্বরে ঘুরে পূনরায় অস্থায়ী কার্যালয়ের সামনে এসে র‍্যালি শেষ করে পথে সভা করেন।

পথসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন,সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক নেকবর হোসেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী হায়দার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মিনহাজের রহমান মনির,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন, পৌর ছাত্রদলের আহবায়ক মোতালেব হোসেন পান্না।
এসময় বাগাতিপাড়া উপজেলার সাবেক বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।