টাঙ্গাইলে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা ও খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন News News Admin প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫ জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং খাল-বিল ও জলাধার দূষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নিরালা মোড় শহীদ মিনারের সমনে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি এই কর্ম সূচির আয়োজন করে। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন- সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যামাপদ খাল, ভাসানী হল ও ব্রাহ্ম সমাজের মন্দিরসহ হারিয়ে যাওয়া ও দখল হওয়া সকল ঐতিহ্য রক্ষার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, কবি ও সাংবাদিক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, নাগরিক অধিকার সুরক্ষার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য, সদস্য ফরহাদ হোসেন, এবং পরিবেশবিদ ফজলে সানি প্রমুখ। SHARES সারাদেশ বিষয়: