গোপালপুরে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

News News

Admin

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

 

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া গ্রামের পাঁচ বছর বয়সী নিখোঁজ শিশু আব্দুল্লাহ’র মরদেহ বাড়ীর পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, নবগ্রাম উত্তরপাড়া গ্রামের হাবিবুর রহমানের একমাত্র শিশু পুত্র আব্দুল্লাহকে নানা আজাদের কাছে গ্রামে রেখে জীবিকার অন্বেষণে হাবিবুর রহমান স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন।

আজাদের স্ত্রী প্রতিদিন সকালে হাঁসের খাবার শামুক আনতে বাড়ীর পাশে পুকুরে যায়।

মাঝে মাঝে আব্দুল্লাহ নানীর সাথে পুকুর পাড়ে গিয়ে বসে থাকে।

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নানী তার নাতীকে রেখে একাই শামুক খুঁজতে বের হয়।

সকালে নানীকে না পেয়ে আব্দুল্লাহ সবার অগোচরে পুকুর পাড়ে গিয়ে নিখোঁজ হয়।

এ দিকে, স্বজনরা দিনভর অনেক খোঁজাখুঁজির পর শিশুটির সন্ধান না পেয়ে গোপালপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন।

স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ হারানো বিজ্ঞপ্তি দেন।

পরদিন, বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে গ্রামবাসীরা পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।

পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে সনাক্ত করেন।

পরে নবগ্রাম দাখিল মাদরাসা মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে মরদেহের দাফন করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে গ্রামবাসী।

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে নানীকে খুঁজতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।