আব্দুল্লাহ সরদার ফকিরহাট প্রতিনিধি:
বাংলাদেশে টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকারের উদ্যোগে গত ১১ আগস্ট ২০২৫ থেকে সারাদেশে টাইফয়েড কনজুগেট (TCV) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
বাগেরহাট জেলার ফকিরহাটে ও এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২রা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনয়াতনে এই ক্যাম্পেইনকে সফল করতে উপজেলা পর্যায়ে শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডারদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ আসাদুজ্জামান সাগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান ইন্সপেক্টর মাধ্যমিক শিক্ষা অফিসার ফকিরহাট, ডাঃ শাওন কুমার দাশ মেডিকেল অফিসার, মোঃ কামাল হোসেন MT, সুকুমার ভট্টাচার্য পরিসংখ্যানবিদ। কর্মশালায় উপজেলার সব মাদ্রাসা ও স্কুলের প্রধান শিক্ষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু-কিশোর (প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত) প্রত্যেকে ১ ডোজ টাইফয়েড টিকা পাবে। টিকা দেওয়া হবে প্রত্যেক স্কুল - মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান ও ইমিউনাইজেশন সেন্টারে। যাদের জন্ম নিবন্ধন নেই, তারা ক্যাম্পেইন চলাকালে নতুন জন্ম নিবন্ধন করে টিকা নিতে পারবে।
স্কুল - মাদরাসায় পড়লেও যদি বয়স ১৫ বছরের বেশি হয়, তবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের মাধ্যমে স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় টিকা নেওয়া যাবে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে শিশু-কিশোরদের টাইফয়েড সংক্রমণ প্রতিরোধ সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ফকিরহাটে উপজেলায় এ ক্যাম্পেইন ৯ই সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত চলবে।
বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.vaxepi.gov.bd
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত