টাঙ্গাইলে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ: ৪৫ হাজার টাকা জরিমানা

News News

Admin

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

 

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজারে নিষিদ্ধ ঘোষিত ২ হাজর ৬৭১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২ টার দিকে এ অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে দোকান মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে।

পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে ও র‍্যাব-১৪, সিপিসি-৩ এর টিম উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করে।

এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলিথিন গুলো জব্দ করা হয়েছে।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।