
এম এম কামাল
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পরিচালনা সভা অনুষ্ঠিত হয়েছে
১ লা সেপ্টেম্বর রোজ সোমবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সংস্থার প্রদান কার্জালয়, এই সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম। সভায় সংস্থার উন্নয়ন মূলক আলোচনা পেশ করেন এ্যাড. মো: জাহিদুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন আন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উপদেষ্টা এ্যাড. মাকসুদুর রহমান (এ.পি.পি) জজকোর্ট ঢাকা, বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সংস্থার ভাইস চেয়ারম্যান এ্যাড. রফিকুল ইসলাম। সংস্থার কার্যক্রম ও পরিকল্পনা এবং মানবাধিকার ও সাংবাদিকতার বিষয় জ্ঞান ও দক্ষতা বৃদ্বির জন্য গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ বিল্লাল হোসেন। এছাড়াও কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেন মোঃ সাইফুল ইসলাম, সংস্থার সার্বিক সম্ময় ও যোগাযোগ বিষয় আলোচনা করেন মোঃ ছলিম উদ্দিন, কমিটির উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এ্যাড. এম এম মেহেদী হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন হিরা বিশ্বাস, মোঃ মানিক, মোঃ স্বপন, সভাপতির বক্তব্যে উপস্থিত সকল সন্মানিত পরিচালকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সংস্থাকে গতিশীল করার জন্য সবাইকে আহবান জানান। সাংবাদিক মানবাধিকার কর্মীদের প্রশিক্ষণের কার্যক্রম শুরু করার তাগিদ দেন। সংস্থার মুখপত্র দৈনিক চৌকস পত্রিকা আরো বেশি প্রকাশের জন্য সবার সহযোগিতা চান। গতো কয়েকদিন ধরে রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, খুলনায় একজন সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোসনা করেন।