জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০.৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।
সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে টাঙ্গাইল পৌর এলাকার (নগর জলফৈ) আশেকপুর বাইপাস টাঙ্গাইল-ঢাকা গামী রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে র্যাব-১৪ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে দুই মাদক কারবারিকে তল্লাশি করা হয়।
এ সময় তাদের কালো কাঁধব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ১০.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিহাট জেলার মোঃ মিনাজুল ইসলাম (২৭) ও মোঃ শরীফুল ইসলাম (২২)।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ২১ হাজার টাকা।
এ ছাড়া তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত নগদ ২০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১৪ আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত