স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।
সাংগঠনিক দক্ষতা, মানবিক কাজে সহায়তা প্রদান ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মহীয়সী নারী মাদার তেরেসা গোল্ডেন আ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন শেরপুর জেলা বিএনপির সদস্য ও শ্রীবরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল। ৩০ শে আগস্ট শনিবার বিকেলে রাজধানী ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলরের উদ্যোগে মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক কল্যাণে মাদার তেরেসা শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিএনপি নেতা অকুল চৌধুরীকে এ সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের উপদেষ্টা প্রফেসর এম এ সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অকুল চৌধুরীর সাথে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মো জাকারিয়া ও সাবেক অতিরিক্ত সচিব বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল্লাহ হারুন।
এসময় সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, বিশিষ্টজন, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ফজলুল হক চৌধুরী অকুল দীর্ঘদিন যাবত সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখে মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত