ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি--
“দেহ ও মনকে আত্মবিশ্বাসী করে শরীর চর্চা” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন গ্রীন লাইফের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে দিঘলিয়ার আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপলক্ষে এক প্রাণবন্ত র্যালি, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মনিরুল হক বাবুল, পরীক্ষা নিয়ন্ত্রক, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা ও সভাপতি, আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রি কলেজ।
বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন এবং দিঘলিয়া থানা ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক ও ধুমকেতু সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান শেখ রওশন আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোল্যা জালাল উদ্দীন কলেজের অধ্যক্ষ মোঃ শামীম হোসেন ও শাহপুর ড. এস কে বাকের কলেজের অধ্যাপক ইলিয়াস হুসাইন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজকে সুন্দর ও সুস্থ রাখতে যুব সমাজকে শরীরচর্চা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। গ্রীন লাইফ যে অল্প সময়ের মধ্যে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে তা প্রশংসনীয়।
শেষে গ্রীন লাইফের পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত