
মোঃ রাজীব খাঁন,ক্রাইম রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্বরোড মোড়ে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ বিপ্লব হাসান।
স্বাগত বক্তব্য প্রদান করেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ শাহীন আকতার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোঃ লতিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান
সাংবাদিক এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি মোঃ জমসেদ আলী
সাংবাদিক এসোসিয়েশনের প্রচার সম্পাদক ও বিজয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ
মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু
নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি ইমাম হাসান জুয়েল
দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি এনামুল হক নাসিম
ইভিনিং নিউজ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ বিপ্লব হাসান
সাংবাদিক এসোসিয়েশনের অর্থসচিব ও দৈনিক ডাউনেট বাংলাদেশ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল কাশেম
এছাড়াও অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।