মো:সুমন মন্ডল,কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় ধ র্ষ ণের চেষ্টার সময় এক যুবকের লি*ঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী এক গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তি মেজবাউল ইসলাম (৪৬)। তিনি ওই গ্রামের আলতাফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেজবাউল ইসলাম দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে সুযোগ পেয়ে তিনি একা থাকা ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধ র্ষ ণের চেষ্টা চালান। এ সময় আত্মরক্ষায় গৃহবধূ ব্লে ড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ ক র্ত ন করেন। ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যান।
পরে গৃহবধূ কালাই থানায় মামলা করেন। অন্যদিকে, আহত মেজবাউলকে তার পরিবার ঢাকায় নিয়ে চিকিৎসা দিচ্ছে। তাদের দাবি, পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটানো হয়েছে।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, “এক গৃহবধূ মামলা দায়ের করেছেন। তবে মেজবাউল বা তার পরিবার এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা দেয়নি।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত