জয়পুরহাট প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ৩টায় জেলা কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাচুর মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভিপি নূরের ওপর হামলা দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা আরও বলেন, গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট গণ অধিকার পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সুমন আহমেদ অভি,জেলা যুব অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, জেলা যুব অধিকার পরিষদ এর সিনিয়র সহ সভাপতি শাহিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা, সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হয়রত আলী ও সদস্য সচিব মো. আব্দুর রউফ। এ ছাড়া আমদই ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. বিপ্লব হোসেন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, কালাই উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন, অর্থ সম্পাদক আল-আমিন মহনসহ গণ, যুব ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে নুরুল হক নূরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে গণ অধিকার পরিষদ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। তারই অংশ হিসেবে জয়পুরহাটে এ কর্মসূচি পালিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত