ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

News News

Admin

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

আব্দুল্লাহ সরদার, ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ আগস্ট) খুলনা-মাওয়া মহাসড়কের কানারপুকুর এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফকিরহাট সদর ইউনিয়ন এর কানারপুকুর এলাকার স্থানীয়রা মহাসড়কের পাশে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ওই নবজাতক কন্যা শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, “নবজাতক ওই শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে কিছু কাপড়-চোপড় উদ্ধার করা হয়েছে।

মরদেহটি কখন কে বা কারা ওখানে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”