সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার ২৫ নং চর বিষ্ণুপুর মৌজায় সরকারী সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী ও সাবেক ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিলয় রঞ্জন সরকারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএস ০১ নং খতিয়ানের বিএস ৭৪০৮ নং দাগে মোট ১৫২ শতাংশ সরকারী রাস্তার জমির মধ্যে প্রায় ৮ শতাংশ জমি দখল করেছেন নিলয় রঞ্জন সরকার। অভিযোগ রয়েছে, তিনি উক্ত জায়গায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
ভুক্তভোগী আঃ রশিদ খাঁ জানান, “আমরা বাধা দিতে গেলে তিনি আমাদের পরিবারকে হুমকি দেন ও নানা ভাবে হয়রানি করেন। এমনকি বিভিন্ন দফতরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছেন।” তিনি আরও দাবি করেন, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুজিৎ ভক্ত নিলয় রঞ্জন সরকারের সাথে যোগসাজশে কাজ করছেন।
এ বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা সুজিৎ ভক্ত বলেন, “সরকারি সম্পত্তি এখনো সঠিকভাবে পরিমাপ করা হয়নি। অফিস কর্মচারীর দেখানো সীমানার ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগকারীদের একজন মোঃ আজম আলী খান বলেন, “আমরা মাটি ভরাট করতে গেলে নিলয় রঞ্জন সরকার বাধা দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” স্থানীয় মোজাহার মোল্যা ও ফয়জল মোল্যাও জানান, “যতবার জমির পরিমাপ হয়েছে, ততবারই দেখা গেছে নিলয় রঞ্জন সরকারের দোকানপাট সরকারী জমির ভেতরে পড়েছে।”
এ বিষয়ে নিলয় রঞ্জন সরকারের বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “অভিযোগ পেলে অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে শুনেছি বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে সরকারী সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করা সম্ভব।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত