বটিয়াঘাটায় বি এইচ এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যোগদান পূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ সোহরাব হোসেন মুন্সী,নিজস্ব প্রতিনিধিঃবটিয়াঘাটা সদর ইউনিয়নের হেতালবুনিয়া তালতলা এলাকায় বি এইচ এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ের,(এনটিআরসি)এর নতুন পাঁচজন সুপারিশ কৃত শিক্ষকদের যোগদানের পূর্ব প্রস্তুতিমূলক সভা ২৭/০৮/২০২৫ ইংরেজি রোজ বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে অনুষ্ঠিত হয়।বি এইচ এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মোঃ আতাউর রহমান এর সভাপতিত্ব উক্ত সভায় বিশিষ্ট জন হিসাবে উপস্থিত ছিলেন,সহকারী অধ্যাপক মো: নেহাল উদ্দীন মুন্সী( গণিত)।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর দাস ঢালী,সহকারী শিক্ষক নির্মলেন্দু মিশ্র (কৃষি শিক্ষা), সহকারী শিক্ষক চায়না জোদ্দার (সমাজ বিজ্ঞান),সহকারী শিক্ষক নৃপেন মন্ডল (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার সরকার (গনিত) সহকারী শিক্ষক শিউলি রায় (তথ্য ও বিজ্ঞান)।নতুন শিক্ষকদের মধ্যে ছিলেন,সহকারী শিক্ষক দীপ্ত রাজ হালদার (ব্যবসায় শিক্ষা),সহকারী শিক্ষক আল আমিন (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা), সহকারী শিক্ষক পূজা বিশ্বাস (হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা),সহকারী শিক্ষক রেশমা আক্তার (ভৌত বিজ্ঞান), সহকারী শিক্ষক আয়শা সিদ্দিকী (জীব বিজ্ঞান)প্রমুখ।