কালাইয়ে ব্যতিক্রমী আয়োজনে বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার শিক্ষক মোহসেন আলীর বিদায় সংবর্ধনা

News News

Admin

প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মো. মোহসেন আলী (বিএসসি) দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন। তাঁর অবসরকে কেন্দ্র করে মঙ্গলবার (২৭শে আগষ্ট ) মাদ্রাসা প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মোহসেন আলী স্যার শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম স্তম্ভ। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও শিক্ষা মানোন্নয়নে তাঁর অবদান অপরিসীম। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত জীবনের পথে দিকনির্দেশনা দিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিশেষ আয়োজনের অংশ হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে প্রাইভেট কারে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন—যা উপস্থিত সবার কাছে ব্যতিক্রমী ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু তাহের বলেন, “মোহসেন আলী স্যার তাঁর কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ছাত্র ও শিক্ষকদের মাঝে এক সেতুবন্ধন তৈরি করেছিলেন তিনি। তাঁর এই বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে তাঁর অবসরোত্তর জীবনে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবনের জন্য প্রার্থনা করা হয়।