ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়া হরতকি তলার একটি কাঁচা রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি হলো সাংবাদিক শহিদুল ইসলামের বাসার সম্মুখ থেকে ঢাকা ক্যাপিটাল গার্ডেন প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান এম জে এফ-এর বসতবাড়ি সম্মুখ পর্যন্ত। গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি দীর্ঘদিন যাবৎ কাঁচা এবং বেহাল অবস্থায় রয়েছে।
এলাকাবাসীর চলাচলের সুবিধা ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে উক্ত রাস্তাটি পিচঢালাই (পাকা) করার ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ঢাকা ক্যাপিটাল গার্ডেন প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ। লায়ন খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য।
চিঠিতে খান আকতারুজ্জামান উল্লেখ করেন, প্রায় ১৫ বছর ধরে এই রাস্তা পাকা করার জন্য এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বর্ষাকালে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এবং শুকনো মৌসুমেও ধুলাবালির কারণে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।
তিনি জনস্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা ও সচিবকে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত