কুশারিয়া বাসস্ট্যান্ড বণিক সমিতির নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

সাগর আহমেদ, ঘাটাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া বাসস্ট্যান্ড বণিক সমিতির নতুন ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গত ২৪ আগস্ট (রবিবার) বিকেল ৫টায় কুশারিয়া বাসস্ট্যান্ড বণিক সমিতির অফিস প্রাঙ্গণে স্থানীয় সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মামুনুর রহমান মিস্টার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাছির উদ্দিন।

সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, “সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। বাজারের উন্নয়ন এবং ব্যবসায়ীদের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থেকে কাজ করে যাব।”

কমিটি গঠনের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।