মোঃ রাজিব খাঁন, ক্রাইম রিপোর্টারঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৫/৮/২৫ আগস্ট সকাল ১০ ঘটিকায়, ইউনিয়ন পরিষদের সভাকক্ষে
এ আয়োজন করা হয়। এতে স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের, মধ্য উপস্থিত ছিলেন।
মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের, সভাপতি ও জাতীয় দৈনিক চৌকস পত্রিকার, রিপোর্টার মোঃ রাজীব খাঁন । আরো উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার কর্মরত, সাংবাদিকবৃন্দরা, সকলকে নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, মোহনপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উম্মে সুমাইয়া, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার চন্দনা সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পবার কুলপাড়া উচ্চবিদ্যালয়ের, প্রধান শিক্ষক আকবর আলী,।
এছাড়া আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব, বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি মেয়েদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে বাধা দেয়। মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয় এই প্রথা। বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।
আলোচনায় বলা হয়, স্থানীয় জনপ্রতিনিধিরা জন্মনিবন্ধন যাচাই করে মেয়েদের ১৮ বছর পূর্ণ না হলে কোনভাবেই বিয়ে রেজিস্ট্রি করবেন না। এছাড়াও বিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক ক্লাস এবং অভিভাবকদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়।
সভা শেষে উপস্থিত সবাই বাল্যবিবাহ প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত