অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল ব্যুরো :
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৩১ দফা জাতির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপন করেছেন।
এর মধ্যে একটি দফা আছে সেটিতে নারীদের কথা বলা হয়েছে।
প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
সে কার্ড আমার মায়েদের নামে থাকবে।
যাতে করে মা বোনেরা সে কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি টাকা অথবা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে।
সিটির মাধ্যমে মা বোনদের সংসার চালাতে সহজ হবে।
এ ছাড়াও এই কার্ডের মাধ্যমে মায়েরা সম্মানিত হবে সংসারে। মায়েদের সম্মান বৃদ্ধির জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি চিন্তা ভাবনা করেছেন। নারীদের উন্নয়নের সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে স্কুল-কলেজে মেয়েরা বেশি এগিয়ে। এর মূল কারণ হচ্ছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
কাজেই জনগণের জন্য আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের স্বার্থে সমস্ত কাজ করেছেন।
তিনি আরো বলেন, খাল খনন কর্মসূচি সঠিক ভাবে পালন করলে আজকে অতি বন্যায় আমরা ভুগতাম না। আবার অতি খরায় ফসল নষ্ট হতো না।
এ ছাড়াও বর্তমানে খাবারের জন্য কিন্তু বিশুদ্ধ পানি পাওয়া যায় না। সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি আবার পুনরায় চালু করা হবে।
এ ছাড়াও টুকু বলেন, এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব । আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশ নায়ক তারেক রহমান।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে আশিকপুর এলাকাবাসীর আয়োজনে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে গণ-সংযোগ মূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
টুকু আরো বলেন, টাঙ্গাইলে যে মিষ্টির দাম বেড়েছে সেটা কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা বাড়িয়ে দিয়েছে।
তারা এই মিষ্টির উপরও নিয়মিত চাঁদা নিত। যার ফলে মিষ্টির দাম বেড়েছে।
তিনি বলেন, আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে এই টাঙ্গাইলের মাটিতে কোন ধরনের সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না। সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইনশাল্লাহ।
তিনি বলেন, বিগত দিনে মুরুব্বীরা কোন দিন কিশোর গ্যাংয়ের কথা শুনে ছিলো না।
অথচ এই খুনি সরকারের আমলে বিভিন্ন কমিশনাররা, ওয়ার্ড কাউন্সিলররা তাদের চাঁদাবাজির কাজে অন্যায় ভাবে কিশোর গ্যাং বানিয়েছে।
তিনি বলেন কিশোররাই হচ্ছে এদেশের ভবিষ্যৎ।
তারা স্কুল কলেজে পড়াশোনা করে দেশের কাজে নিয়োজিত থাকবে। অথচ খুনি হাসিনার কমিশনার, কাউন্সিলররা তাদের চাঁদাবাজির কাজে কিশোরদের ব্যবহার করত। ফ্যাসিস্ট খুনি হাসিনার সন্ত্রাসীরা কিশোরদেরকে টার্গেট করে এ দেশকে অস্থিতিশীল করে চাঁদাবাজির কাজে রমরমা ব্যবসা করতো।
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণ-সংযোগ মূলক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, মীর মনিরুজ্জামান জুয়েল, পৌর কাউন্সিলর মমিনুল হক নিক্সন, ছাত্রদল নেতা তানভীর হাসান খান রুবেল প্রমুখ সহ বিএনপি'র বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরার এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত