আইন সহায়তা কেন্দ্র আসক এর খুলনা মহানগর কমিটির পরিচিতি সভায় প্রধান উপদেষ্টা এহতেশামুল হক শাওন


মো:শাহীন হাওলাদার,খুলনাঃ
দূর্নীতি,অনিয়ম, সন্ত্রাস,মাদককারবারী,চাঁদাবাজ ও অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে । মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের পর্যাপ্ত নিরাপত্তা প্রধান ও সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। তাহলেই মাদক,চোরাচালান,চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম ও অপরাধ বহুলাংশে হ্রাস পাবে।
আজ ২২ আগষ্ট শুক্রবার বিকাল চারটায় নগরীর শিববাড়ি মোড়ে আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর অস্থায়ী কার্যালয়ে খুলনা মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল মাহামুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহকারী মহাসচিব এবং আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো চিফ এহতেশামুল হক শাওন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান,এম এ আব্দুল কাদের বাবলু,এস এম দেলোয়ার হোসেন।সহ সাধারণ সম্পাদক সামসুল আরেফিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নিউটন রায়, সাংগঠনিক সম্পাদক জিএম রাসেল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক আপু রায়হান, হাবিবুর রহমান আকন,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার খাতুন, অ্যাডভোকেট মোস্তফা বিল্লাহ, আলাউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম চয়ন, দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা কামাল, অ্যাডভোকেট মিন্টু বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক প্রমি আক্তার লিজা।
নির্বাহী সদস্য খাঁন মোঃ ইব্রাহীম, বোরহান উদ্দিন খান, আব্দুল আলীম মুন্না, মোঃ আসাদুজ্জামান,এম ডি জায়েদুর রহমান বাসেত।