ইমরুল ইসলাম, খুলনা থেকেঃ
খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে মিলটন-তরিক পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে। ১৮ আগস্ট দুপুর আড়াইটায় নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করে।
নির্বাচিত প্যানেলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), ভাইস চেয়ারম্যান মো: হেদায়েৎ হোসেন মোল্লা (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), সেক্রেটারি তরিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর, এখন টিভি), জয়েন্ট সেক্রেটারি এ এইচ এম শামীমুজ্জামান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন (বাংলাবাজার পত্রিকা) এবং ডাইরেক্টর পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), হাসান আহমেদ মোল্লা (দৈনিক খুলনাঞ্চল), রকিব উদ্দিন পান্নু (দৈনিক জন্মভূমি) ও বিমল সাহা (দৈনিক প্রবাহ)।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি ৩০ আগস্টকে নির্বাচনের দিন ধার্য করেছিল। তফসিল অনুযায়ী ৩ আগস্ট দুপুর ১২টায় মিলটন-তরিক পরিষদ মনোনয়নপত্র জমা দেন। ১৮ আগস্ট নির্বাচনের পূর্বে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন চেয়ারম্যান মো: আবু সাঈদ, সদস্য সোহবার হোসেন ও আলমগীর হান্নান।
নির্বাচনকে ঘিরে কোনো বিতর্ক বা অসঙ্গতি না থাকায় এলাকার সাংবাদিক সমাজ নির্বাচনকে স্বচ্ছ ও সফল বলে
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত