রাজশাহী মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ মোঃ রাজিব খাঁন, ক্রাইম রিপোর্টারঃ মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনায় বক্তারা বলেন অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ (১৮-২৪) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পূরস্কার বিতরন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা মৎস্য অফিসের সিনিয়র অফিসার বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা: খন্দকার সাগর আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান। আলোচনা সভায় বক্তারা, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশে আমিষের ঘাটতি পূরণের জন্য সঠিক পদ্ধতিতে মাছ চাষ করা জন্য উপস্থিত মৎস্য চাষী ও মৎস্যজীবিদের উদ্বুদ্ধ করেন। আলোচনা শেষে ৩ জন সফল মৎস্য চাষীকে তারা হলেন শতফুল বাংলাদেশ এনজিও নিরাপদ মৎস্য ও মৎস্য জাত পূর্ণউৎপাদন, ছোট মাছ উৎপাদনে জাঙ্গীর আলম, বড়মাছ উৎপাদনে মোজামেল তাদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। SHARES সারাদেশ বিষয়: