ঢাকা, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

খুলনায় জেলা নির্বাচন কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো বাংলাদেশ আম জনগণ পার্টি


প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

১৭ আগস্ট ২০২৫:

আজ রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ আম জনগণ পার্টির খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ জেলা নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সৌজন্য সাক্ষাতে খুলনা জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান ওমর ফারুক এবং সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মাহাতাব, এস এম জিল্লুর রহমান এবং খুলনা জেলা কমিটির সদস্য অাবিদ হাসান, প্রিন্স মাসুদ সোহেল, সৈয়দ মনিরুল ইসলাম ফাহিম, মামুন শরীফ, তুহিন আহমেদ, রিয়াজ উদ্দিন, অনিমেষ দত্ত মানিক, তাহমিনা বেগম, মাসুমা খাতুন ও ঝরনা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভিন্ন বিষয়ে আন্তরিক আলাপচারিতার মাধ্যমে উভয় পক্ষ একে অপরের প্রতি শুভেচ্ছা ও সম্মান প্রকাশ করেন।