আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে আদর্শচ্যুত হননি খালেদা জিয়া: রিজভী

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

স্টাফ রিপোর্টার:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের মুখেও তার আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আজীবন অবিচল থেকেছেন।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, *“খালেদা জিয়ার ওপর অব্যাহত নির্যাতন চালিয়েছে বর্তমান সরকার। কখনো মিথ্যা মামলা, কখনো কারাগারে বন্দী রেখে মানবিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তারপরও তিনি নীতিতে অটল থেকেছেন। আওয়ামী লীগের নিষ্ঠুর নির্যাতনের কাছে তিনি কখনো মাথানত করেননি।”*

রিজভী আরও বলেন, *“দেশের মানুষ জানে খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আজীবন লড়াই করেছেন। তার আদর্শই বিএনপিকে টিকে থাকতে অনুপ্রেরণা জুগিয়েছে। তাই জনগণের মুক্তির আন্দোলন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত চলবে।”*

সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।