স্টাফ রিপোর্টার:
সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রশাসন হয়তো যোগসাজশ করেছে, নতুবা নিরব থেকেছে, কিংবা দুটোই করেছে। এজন্য প্রশাসনের ব্যাপারে ব্যবস্থা নেব কিনা—খুব দ্রুতই দেখতে পাবেন।”
উপদেষ্টা আরও বলেন, সরকারের কাজ নীতিমালা প্রণয়ন করা। “আমরা নীতি নির্ধারণ করেছি যে ১৭টি স্থানে পাথর উত্তোলন করা যাবে না। মাঠ পর্যায়ের প্রশাসনের কাজ এটি বাস্তবায়ন করা। কিন্তু প্রশাসন কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে।”
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন ও পাচারের সঙ্গে একটি প্রভাবশালী মহল জড়িত। তাদের রক্ষায় স্থানীয় প্রশাসনের নিরবতা কিংবা প্রত্যক্ষ সহযোগিতা ছিল। “আমরা ফিল্ডে গিয়েছিলাম শুধু একটা বার্তা দেওয়ার জন্য—পাথর লুট আর চলবে না। কিন্তু ফেরার পথে আমাদের গাড়ি ঘিরে অশ্লীল বিক্ষোভ হয়, যা প্রমাণ করে এ চক্র কতটা শক্তিশালী।”
রিজওয়ানা হাসান বলেন, মানুষের প্রতিবাদ এবং সোচ্চার ভূমিকার কারণেই এবার লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। “আজ মানুষ তার শক্তি দেখিয়েছে। লুটেরা চক্রের বিরুদ্ধে যখন জনগণ দাঁড়ায়, তখন রাজনৈতিক সাপোর্ট দিয়েও তাদের রক্ষা করা যায় না।”
উপদেষ্টা আরও জানান, অভিযানের পর কয়েক দিনের জন্য পাথর উত্তোলন বন্ধ থাকলেও রাজনৈতিক চাপ ও পরিবহন ধর্মঘটের হুমকিতে আবারও চক্রটি সক্রিয় হতে চেয়েছিল। তবে এবার সরকার এবং জনগণ উভয়ের প্রতিরোধে পরিস্থিতি ভিন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত