গল্লামারীতে কেসিসির জায়গা দখল করে মার্কেট নির্মাণে ভূমিদস্যু চক্র দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫ স্টাফ রিপোর্টার: খুলনার গল্লামারীতে সিটি করপোরেশনের (কেসিসি) লিনিয়ার পার্কের সামনের জায়গা দখল করে রাতারাতি দোকান নির্মাণ করেছে স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মার্কেট কমিটির দুই প্রভাবশালী নেতার ছত্রছায়ায় দখলবাজরা কোন প্রকার অনুমতি ছাড়াই ৮ থেকে ১০টি আধাপাকা দোকান নির্মাণ করেছে। এমনকি দোকান বরাদ্দের নামে সাধারণ মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসী বিষয়টি কেসিসির উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানিয়েছেন এবং অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদের আহ্বান জানিয়েছেন। SHARES সারাদেশ বিষয়: