মোঃমনোয়ারুল আলম,গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের বাড়ি অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে শহরের পৌরসভা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে পৌর শহরের জামতলা মোড়স্থ কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুশফিকুর রহমান, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট আল ফাত্তাহ খান, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক একেএম আনছার উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারী, প্রয়াত বিএনপি নেতা নাজমুল হকের ছেলে নাদিমুল হক প্রমুখ।
বক্তারা বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করে বিএনপির পুরনো কমিটির দলিল, রাজনৈতিক সংগ্রামের স্মারকসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ডকুমেন্টস পুড়িয়ে দিয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিক্ষোভ মিছিলে গফরগাঁও উপজেলা, পাগলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত