রাজশাহীর পবায় একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫ রাজিব খাঁন, ক্রাইম রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। শনিবার সকালে একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতরা হলেন—মিনারুল ইসলাম (৪৫), তার স্ত্রী শারমিন আক্তার (৩৫), ছেলে সাজিদ (১০) ও মেয়ে মারিয়া (৫)। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক ঋণ ও মানসিক চাপে মিনারুল তার স্ত্রী ও সন্তানদের হত্যা করে পরে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে চিরকুট উদ্ধার: পুলিশ জানায়, নিহত মিনারুলের কক্ষে দুটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিল, “আমি সবকিছু ছেড়ে চললাম, আমার ভুলে কেউ বিপদে পড়লে ক্ষমা করে দিও।” আরেকটি চিরকুটে পারিবারিক দুশ্চিন্তার কথা উল্লেখ ছিল। পুলিশ ও প্রশাসনের বক্তব্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক কর্মকর্তা বলেন, “আমরা প্রাথমিকভাবে একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। প্রতিবেশীদের ভাষ্য, প্রতিবেশীরা জানান, মিনারুল স্থানীয়ভাবে একজন মুদির দোকান চালাতেন। সম্প্রতি তার ব্যবসায় মন্দা যাচ্ছিল এবং তিনি কিছু ব্যক্তিগত ঋণের মধ্যে ছিলেন। তবে তারা কখনোই ভাবেননি এ ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটতে পারে। শোকাবহ পরিবেশ, নিহতদের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করছেন। SHARES সারাদেশ বিষয়: