জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে শনিবার (১৬ আগস্ট) সনাতন হিন্দু ধর্মাবল্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পরমেশ্বর শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে টাঙ্গাইল শ্রী শ্রী কালী বাড়ির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসুচীর আয়োজন করা হয়।
শনিবার সকালে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গনে কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীর সঞ্চালনায় এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি,
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রীশ্রী কালীবাড়ি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবল্বী নারী-পুরুষরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে পুজাচ্চর্না, পরমেশ্বর শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত