মোঃ রাজীব খাঁন , ক্রাইম রিপোর্টার:
আমিষের চাহিদা মেটাতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার(১৪আগস্ট) সকাল ১১ টায়,মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকার সভাপতিত্বে রাজশাহীর মোহনপুর উপজেলার ৫টি উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন,প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া। তিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৫- ২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্ত করেন। প্রথমে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে থানা পুকুর কেশরহাট কাচারি পুকুর, মাখনপুর গ্রাম পুকুর ও খাড়ইল বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এ সময় উদ্বোধনী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিভাগীয় মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক সরদার মহীউদ্দীন, মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা ভেটেনারি প্রাণী সম্পদ কর্মকর্তা সাগর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম,উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরাসহ, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত