ফরিদপুর জেলা প্রতিনিধি:
সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ২৩ জনকে আসামি করে দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফরিদপুরের চরভদ্রাসনে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৩ আগস্ট) রাতে চরভদ্রাসনের আমিরের ব্রিজ এলাকায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী সরকার বিরোধী চক্রান্ত ও নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ সেখানে অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে প্রধান আসামি দিপু খালাসীকে গ্রেফতার করে।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. রফিকুজ্জামান বাদী হয়ে দিপু খালাসীকে প্রধান আসামি করে মোট ২৩ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করে এজাহার দায়ের করেন। মামলার নম্বর ০৩, তারিখ ১৪/০৮/২০২৫।
এজাহারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কয়েকজন আওয়ামীপন্থী রাজনৈতিক নেতার নামও রয়েছে। এছাড়া সাবেক উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি হৃদয়কে ২৩ নম্বর আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশ পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত