রাজীব খাঁন, ক্রাইম রিপোর্টারঃ
রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) যথাক্রমে সকাল ৯টা ৩০ মিনিট ও ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। সভাগুলোর সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম।
কল্যাণসভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাগত উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের আবেদন-অনুরোধ মনোযোগসহকারে শোনেন এবং তা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার সাধারণ জনগণকে হয়রানি ছাড়া দ্রুত ও প্রত্যাশিত সেবা প্রদানের নির্দেশ দেন। তিনি জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার আহ্বান জানান।
এছাড়া সভায় এলাকায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে নির্দেশ দেন পুলিশ সুপার।
সভায় তিনি সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত