ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে (১২ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পরিদর্শন করে। তারপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সানজিদা ইসলাম ছোয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি এম সেলিম রেজা।
সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর জন কস্তা, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, দৈনিক কালবেলার নান্দাইল প্রতিনিধি হান্নান মাহমুদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, যুব উদ্যোক্তা ফরিদ মিয়া, মোজাম্মেল হক সহ প্রমুখ।
উক্ত সভায় বক্তারা প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানায়।
পরিশেষে,অনুষ্ঠান শেষে শপথ পাঠ করান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত