মো: আতিকুর রহমান,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে নাটোরের সিংড়া উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৪টায় সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক মোহাম্মাদ রবিন খানের সঞ্চালনায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সহ-সভাপতি সুজিত সাহা।
বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের একটি গভীর ষড়যন্ত্র। তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ রনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মোতালেব হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, সদস্য সারোয়ার হোসেন, আতিকুল রহমান, কামাল পাশা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত