নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারী জলঢাকার গোলমুন্ডায় পশ্চিম গোলমুন্ডা ডাঙ্গাপাড়ার গণকবর স্থানটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বুড়ি তিস্তা নদীর ডানতীর বাঁধের ভিতরে অবস্থিত এই কবরস্থানটি শতবর্ষ প্রাচীন একটা গণকবর স্থান। পশ্চিম গোলমুন্ডার প্রায় চারটি গ্রামের মৃতদেহ দাফনের একমাত্র কবরস্থান এটি। কবরস্থানটির পুর্ব প্রান্ত দিয়ে বুড়ি তিস্তা নদি প্রবাহিত হওয়ায় প্রতি বছর বন্যা মৌসুমে কবরস্থানটিতে পানি ওঠে এবং পুরো কবরস্থান ডুবে যায়। এলাকাবাসীর দাবি, কবরস্থানটিতে মাটি ভরাট করে পুর্বদিকে ওয়াল নির্মান করলে কবরস্থানটি বন্যায় ডুবে যাওয়া থেকে রক্ষা পেতো।
স্থানীয় অধিবাসীগন নিজস্ব উদ্যোগে প্রতিবছর কিছু মাটি তুলে জায়গাটি কিছুটা উঁচু করলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। নিকটজনের কবর পানিতে ডুবে যাওয়া দেখার মতো কষ্টকর অনুভূতি আর কি হতে পারে- বলে নিজের কষ্টের কথা তুলে ধরেন ডাঙ্গাপাড়ার বাসিন্দা আব্দুল আজিজ। তিনি এ বিষয়ে জলঢাকা উপজেলা অফিসার ও জেলা প্রশাসক নীলফামারী মহোদয়ের সুদৃষ্টি প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত